নাটোরে ট্রাকচাপায় নিহত ২

নাটোর: জেলার লালপুরের বাঘা সড়কে ট্রাকচাপায় দুই বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলো-লালপুর উপজেলার জদ্দবগি গ্রামের রতন কুমারের ছেলে নিরব (১৫) ও পাবনার ঈশ্বরদী উপজেলার বাপ্পী সরকারের ছেলে বিজয় (৮)। শনিবার বিকেল সোয়া ৩টার দিকে লালপুর চিনিবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, বাঘা থেকে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে ফিরছিল নিরব ও বিজয়। এ সময় ঈশ্বরদী থেকে বাঘাগামী একটি ট্রাক বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসআই