Thursday, July 7th, 2022
‘নাট্যচক্র’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
August 11th, 2016 at 8:21 am
‘নাট্যচক্র’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাকা: মুক্তিযুদ্ধের আগে থেকেই বাংলাদেশে নবনাট্য আন্দোলন শুরু হলেও মুক্ত আলো-বাতাসের অভাবে তা বিকশিত হতে পারেনি। দেশ স্বাধীন হলে সাংস্কৃতিক বন্দীশালা থেকে বেরিয়ে আসে দেশের সংস্কৃতি। ফলে নাট্যচর্চায় সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্য আর মঞ্চনাটক পায় প্রকৃত মুক্তি। গড়ে ওঠে একের পর এক নাট্যসংগঠন। সেই স্রোতের অনুকূলে ১৯৭২ সালের ১০ আগস্ট প্রতিষ্ঠিত হয় নাট্যসংগঠন ‘নাট্যচক্র’।

বুধবার ছিল নাট্যচক্র’র ৪৪ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে  আলোচনা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাজানো হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন।

এই আয়োজনেই সংগঠনটি প্রদত্ত এবারের সংস্কৃতি অঙ্গণে বিশেষ অবদানের জন্য ‘নাট্যচক্র স্মারক সম্মাননা’ পেলেন-দেশের বরেণ্য যাত্রাশিল্পী ও পালাকার মিলন কান্তি দে এবং মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা মাহমুদ সাজ্জাদ।

বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।  আলোচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন বর্ষপূর্তি উদ্যাপন কমিটির আহ্বায়ক গোলাম সারোয়ার, শুভেচ্ছা বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান টুলু ও নাট্যচক্রের সভাপতি ম. হামিদ।

সাংস্কৃতিক পর্বে আবৃত্তি করেন সম্মাননা পাওয়া ব্যক্তিত্ব। ছিল দলীয় নৃত্য পরিবেশনা। সবশেষে ছিল নাট্যচক্রের বিভিন্ন নাটকের অংশ বিশেষ নিয়ে বিশেষ নাট্যায়োজন ‘মৌচাক’।

নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে


সর্বশেষ

আরও খবর

ফেসবুক ভেরিফাইড হলেন আলতামিশ নাবিল

ফেসবুক ভেরিফাইড হলেন আলতামিশ নাবিল


জাতীয় গ্রন্থকেন্দ্রে আলতামিশ নাবিলের ‘লুমিয়ের থেকে হীরালাল’

জাতীয় গ্রন্থকেন্দ্রে আলতামিশ নাবিলের ‘লুমিয়ের থেকে হীরালাল’


দ্য ডেইলি হিলারিয়াস বাস্টার্ডস

দ্য ডেইলি হিলারিয়াস বাস্টার্ডস


করোনা নিয়ে ওবায়দুল কাদেরের কবিতা

করোনা নিয়ে ওবায়দুল কাদেরের কবিতা


পাথর সময় ও অচেনা বৈশাখ

পাথর সময় ও অচেনা বৈশাখ


৭২-এর ঝর্ণাধারা

৭২-এর ঝর্ণাধারা


বইমেলায় আলতামিশ নাবিলের ‘লেট দেয়ার বি লাইট’

বইমেলায় আলতামিশ নাবিলের ‘লেট দেয়ার বি লাইট’


নাচ ধারাপাত নাচ!

নাচ ধারাপাত নাচ!


ক্রোকোডাইল ফার্ম

ক্রোকোডাইল ফার্ম


সামার অফ সানশাইন

সামার অফ সানশাইন