
ঢাকা: মুক্তিযুদ্ধের আগে থেকেই বাংলাদেশে নবনাট্য আন্দোলন শুরু হলেও মুক্ত আলো-বাতাসের অভাবে তা বিকশিত হতে পারেনি। দেশ স্বাধীন হলে সাংস্কৃতিক বন্দীশালা থেকে বেরিয়ে আসে দেশের সংস্কৃতি। ফলে নাট্যচর্চায় সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্য আর মঞ্চনাটক পায় প্রকৃত মুক্তি। গড়ে ওঠে একের পর এক নাট্যসংগঠন। সেই স্রোতের অনুকূলে ১৯৭২ সালের ১০ আগস্ট প্রতিষ্ঠিত হয় নাট্যসংগঠন ‘নাট্যচক্র’।
বুধবার ছিল নাট্যচক্র’র ৪৪ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আলোচনা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাজানো হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন।
এই আয়োজনেই সংগঠনটি প্রদত্ত এবারের সংস্কৃতি অঙ্গণে বিশেষ অবদানের জন্য ‘নাট্যচক্র স্মারক সম্মাননা’ পেলেন-দেশের বরেণ্য যাত্রাশিল্পী ও পালাকার মিলন কান্তি দে এবং মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা মাহমুদ সাজ্জাদ।
বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়। আলোচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন বর্ষপূর্তি উদ্যাপন কমিটির আহ্বায়ক গোলাম সারোয়ার, শুভেচ্ছা বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান টুলু ও নাট্যচক্রের সভাপতি ম. হামিদ।
সাংস্কৃতিক পর্বে আবৃত্তি করেন সম্মাননা পাওয়া ব্যক্তিত্ব। ছিল দলীয় নৃত্য পরিবেশনা। সবশেষে ছিল নাট্যচক্রের বিভিন্ন নাটকের অংশ বিশেষ নিয়ে বিশেষ নাট্যায়োজন ‘মৌচাক’।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে