নাট্যচক্রের ৪৪ বছর

ঢাকা: পূর্ণ হলো নাট্যচক্র এর ৪৪ বছর। ৪৪ বছর পূর্তি উপলক্ষে বুধবার সন্ধ্যা ৬.৩০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নাট্যচক্রের ৪৪ বছর পূর্তিতে দেশের বরেণ্য যাত্রাশিল্পী ও পালাকার জনাব মিলন কান্তি দে এবং মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা জনাব মাহমুদ সাজ্জাদকে সম্মাননা প্রদান করা হবে।
সম্মাননা শেষে আবৃত্তি করবেন শিল্পী মিলন কান্তি দে এবং শিল্পী মাহমুদ সাজ্জাদ। শিল্পী তাবাসসুম এর পরিচালনায় দলীয় নৃত্য পরিবেশিত হবে এবং নাট্যচক্র এর উল্লেখযোগ্য প্রযোজনা সমূহের অংশবিশেষ নিয়ে রবিউল মাহমুদ ইয়ং এর পরিচালনায় পরিবেশিত হবে নাট্যানুষ্ঠান ‘মৌচাক’।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/এসআই