
প্রীতম সাহা সুদীপ ও আশিক মাহমুদ, নারায়ণগঞ্জ থেকে: সাহেরা বেগম, বয়স ৯৫ বছর। হাঁটতে পারেন না, কথাও বলতে পারেন না ঠিক মতো। তারপরও নিজের আগ্রহ থেকে নাতির কোলে চড়ে ভোটকেন্দ্রে এসেছেন তিনি, ভোটও দিয়েছেন।
সাহেরার বাড়ি নারায়ণগঞ্জ ১০ নং ওয়ার্ডের গোদাইল-আরামবাগ এলাকায়। তার স্বামীর নাম মৃত আরজ আলী। ভোট দিয়ে আসার পর কথা হয় তার সাথে।
তিনি নিউজনেক্সটবিডি ডটকমকে বলেন, “ভোট দিতে আনন্দ লাগে। অনেক আগে থেকেই ভোট দেয়ার অভ্যাস। ভোটের কথা শুনলেই ভোট দিতে ইচ্ছে করে, তাই কষ্ট করে হলেও ভোট দিতে যাই।”
এত কষ্ট করে কেন ভোট দিলেন এমন প্রশ্নের জবাবে সাহেরা বলেন, “ভাল একজন মানুষকে ভোট দিলে দেশের ভাল হবে। মানুষের উপকার হবে।”
সাহেরার নাতি নূরে আলম নিউজনেক্সটবিডি ডটকমকে বলেন, সকালে নানি নিজে থেকেই বারবার ভোট দিতে যাবো, ভোট দিতে যাবো বলছেন। তাই তাকে কোলে করে ভোটকেন্দ্রে নিয়ে যাই। ভোট দিতে পেরে তিনি খুব আনন্দিত।”
বৃহস্পতিবার সকাল ৮টায় নারায়ণগঞ্জের প্রতিটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। দ্বিতীয় বারের মতো হতে যাওয়া এই নির্বাচনে ১৭৪টি কেন্দ্রে ভোট দেবেন ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন ভোটার। যার মধ্যে পুরুষ ২ লাখ ৩৯ হাজার ৬৬২ জন এবং নারী ২ লাখ ৩৫ হাজার ২৬৯ জন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নাসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভি ও বিএনপির সাখাওয়াত হোসেনসহ সাতটি রাজনৈতিক দলের নয় জন মেয়র প্রার্থী, ২৭টি ওয়ার্ডে ১৫৪ জন কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত ৯টি ওয়ার্ডে ৩৮ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সম্পাদনা: প্রণব