Thursday, December 22nd, 2016
নাতির কােলে চড়ে ভোটকেন্দ্রে সাহেরা বেগম
December 22nd, 2016 at 10:09 am
নাতির কােলে চড়ে ভোটকেন্দ্রে সাহেরা বেগম

প্রীতম সাহা সুদীপ ও আশিক মাহমুদ, নারায়ণগঞ্জ থেকে: সাহেরা বেগম, বয়স ৯৫ বছর। হাঁটতে পারেন না, কথাও বলতে পারেন না ঠিক মতো। তারপরও নিজের আগ্রহ থেকে নাতির কোলে চড়ে ভোটকেন্দ্রে এসেছেন তিনি, ভোটও দিয়েছেন।

সাহেরার বাড়ি নারায়ণগঞ্জ ১০ নং ওয়ার্ডের গোদাইল-আরামবাগ এলাকায়। তার স্বামীর নাম মৃত আরজ আলী। ভোট দিয়ে আসার পর কথা হয় তার সাথে।

তিনি নিউজনেক্সটবিডি ডটকমকে বলেন, “ভোট দিতে আনন্দ লাগে। অনেক আগে থেকেই ভোট দেয়ার অভ্যাস। ভোটের কথা শুনলেই ভোট দিতে ইচ্ছে করে, তাই কষ্ট করে হলেও ভোট দিতে যাই।”

এত কষ্ট করে কেন ভোট দিলেন এমন প্রশ্নের জবাবে সাহেরা বলেন, “ভাল একজন মানুষকে ভোট দিলে দেশের ভাল হবে। মানুষের উপকার হবে।”

সাহেরার নাতি নূরে আলম নিউজনেক্সটবিডি ডটকমকে বলেন, সকালে নানি নিজে থেকেই বারবার ভোট দিতে যাবো, ভোট দিতে যাবো বলছেন। তাই তাকে কোলে করে ভোটকেন্দ্রে নিয়ে যাই। ভোট দিতে পেরে তিনি খুব আনন্দিত।”

বৃহস্পতিবার সকাল ৮টায় নারায়ণগঞ্জের প্রতিটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। দ্বিতীয় বারের মতো হতে যাওয়া এই নির্বাচনে ১৭৪টি কেন্দ্রে ভোট দেবেন ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন ভোটার। যার মধ্যে পুরুষ ২ লাখ ৩৯ হাজার ৬৬২ জন এবং নারী ২ লাখ ৩৫ হাজার ২৬৯ জন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নাসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভি ও বিএনপির সাখাওয়াত হোসেনসহ সাতটি রাজনৈতিক দলের নয় জন মেয়র প্রার্থী, ২৭টি ওয়ার্ডে ১৫৪ জন কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত ৯টি ওয়ার্ডে ৩৮ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সম্পাদনা: প্রণব


সর্বশেষ

আরও খবর

সমাজ ব্যর্থ হয়েছে; নাকি রাষ্ট্র ব্যর্থ হয়েছে?

সমাজ ব্যর্থ হয়েছে; নাকি রাষ্ট্র ব্যর্থ হয়েছে?


বঙ্গবন্ধুর মুক্তির নেপথ্যে

বঙ্গবন্ধুর মুক্তির নেপথ্যে


সামরিক ডাইজেষ্ট: আকাশে উড়ছে কমব্যাট ঘাস ফড়িং

সামরিক ডাইজেষ্ট: আকাশে উড়ছে কমব্যাট ঘাস ফড়িং


যুদ্ধ এবং প্রার্থনায় যে এসেছিলো সেদিন বঙ্গবন্ধুকে নিয়েই আমাদের স্বাধীনতা থাকবে

যুদ্ধ এবং প্রার্থনায় যে এসেছিলো সেদিন বঙ্গবন্ধুকে নিয়েই আমাদের স্বাধীনতা থাকবে


ঢাকার ১৫ মাইলের মধ্যে মিত্রবাহিনী

ঢাকার ১৫ মাইলের মধ্যে মিত্রবাহিনী


যুক্তরাষ্ট্রের হুমকীর মুখেও অটল ভারত

যুক্তরাষ্ট্রের হুমকীর মুখেও অটল ভারত


বেসামাল প্রেসিডেন্ট, গভর্নর দিশেহারা

বেসামাল প্রেসিডেন্ট, গভর্নর দিশেহারা


পালানোর চেষ্টা ব্যর্থ নিয়াজির

পালানোর চেষ্টা ব্যর্থ নিয়াজির


জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে ধাপ্পার অভিযোগ ভারতীয় লেখকের!

জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে ধাপ্পার অভিযোগ ভারতীয় লেখকের!


চীন-ভারত বৈরিতা নতুন করে জঙ্গিবাদ  উত্থানের সম্ভাবনা তৈরী করেছে

চীন-ভারত বৈরিতা নতুন করে জঙ্গিবাদ উত্থানের সম্ভাবনা তৈরী করেছে