নানা আয়োজনে দামুড়হুদায় বড়দিন উদযাপন

চুয়াডাঙ্গা: ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বড়দিন উদযাপন করছে চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা ও বাঘাডাঙ্গা পল্লীর খ্রিষ্টান ধর্মের অনুসারীরা। শনিবার রাত ১২টার পর যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এরপর রোববার সকালে ক্যাথলিক ও চার্চ অব বাংলাদেশের অনুসারীরা প্রার্থনার মধ্যদিয়ে বড়দিনের উৎসবের কার্যক্রম শেষ করে। এ সময় চলে বড়দিনের শুভেচ্ছা বিনিময়। প্রার্থণাসহ সব অনুষ্ঠান পরিচালনা করেন ফাদার ক্যাথলিক চার্চের ফাদার অরুণ আন্তনী ও ক্রাইষ্ট চার্চের ফাদার মিঠু মল্লিক।
সোমবার থেকে খেলাধুলা মধ্যদিয়ে শুরু হবে দ্বিতীয় পর্ব। এরপর ৩১ ডিসেম্বর তারিখে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বড়দিন উদযাপন পর্ব শেষ হবে।
প্রতিবেদক: কামরুজ্জামান সেলিম, সম্পাদনা: মাহতাব