নারায়ণগঞ্জে ৪ তলা ভবন ধসে খালে, নিহত ১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বাবুরাইল এলাকায় খালের ওপর একটি চার তলা ভবন ধসে পরে সোয়েব নামের ৬ বছরের এক শিশু নিহত ও সাতজন আহত হয়েছেন। রবিবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্র জানায়, বাবুরাইল এলাকায় বিকাল চারটার দিকে হঠাৎ করে চার তলা নির্মাণাধীন একটি ভবন ধসে পড়েছে। ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ শুরু করেছে।
দুর্ঘটনার খবর পেয়ে নাসিকের প্যানেল মেয়র আফসানা আফরোজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকসহ বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
গ্রন্থনা ও সম্পাদনা: এম কে আর