
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পুলিশের ধাওয়ায় আব্দুল মতিন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে উত্তেজিত জনতার গণপিটুনিতে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। নিহত কনস্টেবলের নাম আরিফুর রহমান। বুধবার রাত ৮টার দিকে রাইজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত আবদুল মতিন (৪৫) মাদক ব্যবসায়ী। তবে স্থানীয়রা জানান, আবদুল মতিন পানামনগরী পুল এলাকার পান দোকানদার। সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের জানান, সন্ধ্যা ৬টায় এএসআই ফখরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম সোনারগাঁও পৌরসভার রাইজদিয়া এলাকাতে আবদুল মতিন নামে এক মাদক ব্যবসায়ীকে ধরতে অভিযানে যায়।
ওই সময়ে আবদুল মতিন দৌড়ে পালাতে গিয়ে একটি পুকুরে পড়ে যায়। তখন তাকে ধরতে পুলিশের কনস্টেবল আরিফুর রহমানও পুকুরে ঝাঁপ দেন। এ সময় পুকুরে ডুবে আবদুল মতিনের মৃত্যু ঘটে। পরে আরিফুর রহমান তীরে ওঠার সময়ে এলাকার লোকজন ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে পুলিশের কনস্টেবল আরিফুর মারা যান।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এসআই