
নারায়ণগঞ্জ : বন্দর উপজেলার স্বল্পেরচর গ্রামে গ্যাসের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ তিনজন হলেন- বাড়ির গৃহকর্তা রায়হান উদ্দিন (৩২), তাঁর স্ত্রী মায়া বেগম (২৫) ও তাঁদের সন্তান মরিয়ম ওরফে পাখি (২)। তাঁদের শরীর ঝলসে গেছে।
দগ্ধ মায়া বেগমের বরাত দিয়ে প্রতিবেশী সেলিম জানান, সকালে রান্নাঘরে কাজ করতে যান মায়া বেগম। তখন বাসায় রান্নাঘরসংলগ্ন একটি কক্ষে ঘুমিয়েছিলেন রায়হান ও তার শিশুসন্তান পাখি। মায়া বেগম গ্যাসের চুলায় দিয়াশলাই জ্বালাতেই আগুন রান্নাঘর ও পাশের কক্ষে ছড়িয়ে পড়ে। এতে তিনজন দগ্ধ হন।
সেলিম আরো জানান, আগুন ধরার খবর পেয়ে তিনিসহ কয়েকজন তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।
ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, দগ্ধ সবার অবস্থা আশঙ্কাজনক। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সম্পাদনা: জাবেদ চৌধুরী