
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে আটক করার কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
খুদে বার্তায় বলা হয়, জেএমবির তিনজন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-১১। আটক ব্যক্তিদের কাছ থেকে দেশি অস্ত্র, বিস্ফোরকদ্রব্য ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
তবে ওই তিনজনের পরিচয় বা তাদের নারায়ণগঞ্জের কোন এলাকা থেকে আটক করা হয়েছে, তা জানায়নি র্যাব।
র্যাবের মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ জানান, গতকাল রাতে এই তিন জেএমবি সদস্যকে আটক করা হয়। এদের মধ্যে দুজন জেএমবির সামরিক শাখায় প্রশিক্ষিত। দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান তিনি।
সম্পাদনা: জাবেদ চৌধুরী