
নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেটকার খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। বুধবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, তুষার, লিমন, অভি ও আতিকুর রহমান পাভেল।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) শফিউল আজম নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, ঢাকা-সিলেট মহাসড়কে একটি শিশু রাস্তা পার হচ্ছিল। ওই সময় তাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তুষারের মৃত্যু হয়। পরে বাকি তিনজনও মারা যান।
নিহত পাভেলের বড়ভাই ইয়াসিন বলেন, পাভেলসহ তিনজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি জানান, আতিকুর রহমান পাভেল নরসিংদী এলাকার মাধবদি এলাকার মোমেন মোল্লার ছেলে। তুষার, লিমন ও অভি একই এলাকার বাসিন্দা। তারা চারজনই ওই এলাকাতে কাপড়ের ব্যবসায় করতেন।
প্রতিনিধি, সম্পাদনা: প্রীতম সাহা সুদীপ