নারায়ণগঞ্জে বিএনপির মনোনয়ন পাচ্ছেন তৈমুর

নারায়ণগঞ্জ: সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপ’র পক্ষ থেকে মনোনয়ন পাচ্ছেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। এর মধ্যে দলটি তাকে মনোনয়ন দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার দলের একজন ভাইস চেয়ারম্যান এ তথ্য জানিয়ে বলেন, “গত সিটি নির্বাচনে দলের সিদ্ধান্ত মেনে তৈমুর আলম খন্দকার কান্নাভেজা চোখে সরে দাঁড়িয়েছেন। ওই বিষয়টি দলের হাইকমান্ড আমলে নিয়ে এবার তৈমুরকে মেয়র পদে মনোয়ন দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।”
এদিকে আওয়ামী লীগের পক্ষে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র সেলিনা হায়াত আইভী।
আগামী ২২ ডিসেম্বর নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম দলীয় প্রতীকে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
গ্রন্থনা ও সম্পাদনা: প্রণব