
ঢাকা: নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে ঘরে বসে তাৎক্ষণিক অভিযোগ জানানো এবং স্বচ্ছ ও দ্রুত বিচার নিশ্চিত করতে ‘ম্যানেজিং ভায়োলেন্স এগেইন্সট উইম্যান এন্ড চিলড্রেন’ শীর্ষক ওয়েব বেইজড অ্যাপ্লিকেশন তৈরি করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়।
বুধবার সকালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক অধিদফতরের কাছে আনুষ্ঠানিকভাবে অ্যাপ্লিকেশনটি হস্তান্তর করে আইসিটি ডিভিশন। অ্যাপ্লিকেশনটি আইসিটি ডিভিশনের আওতায় বিসিসি বাংলাদেশি বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান রিভ সিস্টেমসের সহায়তায় তৈরি করা হয়েছে।
অ্যাপ্লিকেশনটি ইন্টারনেটে সংযোগ থাকলেই দেশের যেকোনো যায়গা থেকে ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবলেট, স্মার্টফোনসহ যেকোনো ডিভাইস থেকে ব্যবহার করা যাবে। এই সিস্টেমটি ব্যবহার করে নারী ও শিশুরা তাদের প্রতি যে কোনো সহিংসতার অভিযোগ অনলাইনে জানাতে পারবে। এছাড়াও, স্বশরীরে অভিযোগ জানানো যাবে দেশব্যাপী ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও মহিলা বিষয়ক অধিদফতরের কার্যালয়সমূহে।
এই বিশেষ ওয়েব অ্যাপে অ্যাকসেস থাকছে ম্যাজিস্ট্রেট, ডিসি, টিএনও, ওসি, উপজেলা ও জেলা নারী বিষয়ক কর্মকর্তা ও মহিলা অধিদফতরের উর্ধ্বতন কর্মকর্তাদের। এতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা যেমন ঘরে/বাইরে বিপদগ্রস্ত নারী বা শিশুকে সাহায্য করতে পারবেন তেমনি দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক ব্যক্তিরাও সার্বক্ষণিক তা ট্র্যাক করতে পারবেন।
এছাড়া, নাগরিকদের জন্যও ট্র্যাকিং সুবিধা উন্মুক্ত থাকায় অভিযোগকারী ঘরে বসেই সর্বশেষ গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে পারবেন।
অনুষ্ঠানে এই ওয়েব বেইজড অ্যাপ্লিকেশনটি সম্পর্কে বিস্তারিত জানতে www.vawcms.gov.bd এই ঠিকানায় ভিজিট করার অনুরোধ করা হয়।
হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী, মহিলা ও শিশু বিষয়ক অধিদফতরের সচিব নাসিমা বেগম, আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক আশরাফুল হকসহ আরো অনেকে।
প্রতিবেদক- এম.রেজাউল করিম, সম্পাদনা- জাহিদুল ইসলাম