
ঢাকা: অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ নারী জঙ্গিরাই এখন দেশের নতুন অাপদ। তারাই শিশু ও তরুণদের ঢাল হিসেবে ব্যবহার করছে।’ সোমবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গনে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসিক নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে হেরে গিয়ে বিএনপির মাথা ঠিক নেই। সারা দুনিয়ায় যে নির্বাচন দৃষ্টান্ত ও মডেল, তাও নাকি রাষ্ট্রের স্তম্ভ ভেঙে দিয়েছে? এখন আর বিএনপির কিছুই করার নেই। তারা নিজেরা আজ আত্মঘাতী দলে পরিণত হয়েছে। নিজেরাই ঘরের শত্রু, নিজেরাই নিজেদের দুর্বল করছে। তাই সরকারের বিরুদ্ধে নালিশ করা ছাড়া কিছুই করার নেই। তারা এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে।’
তিনি বলেন, ‘বিএনপি বার বার আন্দোলনের কথা বলে কিন্তু সে আন্দোলন আর হয় না। তারা এই ঈদ, সেই ঈদ, ওই ঈদ ও পরীক্ষার কথা বলে যে আন্দোলনের হুমকি দেয় সে বছর আর আসবে না। আপনারা এখন ব্যর্থ দল। দয়া করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আপনারা আর কথা বলবেন না। এই নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করবেন না।’
কাদের বলেন, ‘যারা বেশি দুর্নীতি করে তারাই বেশি নীতির কথা বলে। বাংলাদেশ ছাত্রলীগকে আমি সেই দলে দেখতে চাই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ছাত্রলীগকে এমনটা চান না।
ছাত্রলীগ নেতাদের শপথ করিয়ে তিনি বলেন, ‘ছাত্রলীগ যেন খারাপ খবরের শিরোনাম না হয়। ইতিবাচক খবরের শিরোনাম হয়। অনুপ্রবেশকারীদের কারণে বদনামের ভাগীদার না হয়ে ছাত্রলীগকে সুনামের দ্বারাই ফিরে আনতে হবে।’
শেখ হাসিনাকে রাষ্ট্রনায়ক উল্লেখ করে কাদের আরো বলেন, ’শেখ হাসিনা শুধু মাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি একজন রাষ্ট্রনায়ক। কারণ রাষ্ট্রনায়ক পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করেন, আর রাজনৈতিক ব্যক্তিত্ব পরবর্তী নির্বাচনের কথা ভাবেন। আজ শেখ হাসিনার অবস্থান অনেক উপরে, তিনি বিশ্ব দরবারের অনেক উচ্চতা ছাড়িয়ে গেছেন। তিনি আজ দলের থেকেও গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে গড়ে উঠেছেন।’
ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে আলোচনা সভার সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদ এস এম জাকির হোসেন। এছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: অাশিক মাহমুদ, সম্পাদনা: ইয়াসিন