নারী পাচারকারী সিরাজ গ্রেফতার

ঢাকা: দেড়শ নারীকে মধ্যপ্রাচ্যে পাচারকারী সিরাজ শিকদারকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার দুপুরে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল ইসলাম নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার রাতে রাজধানীর গুলিস্তান থেকে ওই নারী পাচারকারীকে গ্রেফতার করা হয়। সে সিরিয়া, জর্দান, সৌদি আরব, লিবিয়া ও লেবাননের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নারীদের পাচার করতো। এ বিষয়ে বিকাল তিনটায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা: প্রণব