
ঢাকা: নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে স্মার্টফোনে ব্যবহারযোগ্য ‘জয়: নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে একটি আইসিটিভিত্তিক টুল’ নামের মোবাইল অ্যাপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদফতরে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। অ্যাপটি আগামী আট আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিনে উদ্বোধন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘অনেক ক্ষেত্রে ঘটনা ঘটার সময় প্রয়োজনীয় সাহায্য চাওয়া কঠিন হয়ে পড়ে। এছাড়াও উপযুক্ত প্রমাণের অভাবে অপরাধীকে সনাক্ত করা দুঃসাধ্য হয়ে ওঠে। যদি কোনো নারী নির্যাতনের শিকার হতে যাচ্ছেন অথবা হয়েছেন, এমন পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে মোবাইলের অ্যাপ স্পর্শ করতে হবে। অ্যাপ স্পর্শ করার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলের ঠিকানাসহ বিপদ সংকেতের সংক্ষিপ্ত বার্তা পৌঁছে যাবে পরিবারের সদস্যদের মোবাইল নম্বর, সংশ্লিষ্ট থানা, নারী নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টার (১০৯২১) এবং পুলিশ কন্ট্রোল রুমে।’
‘এছাড়াও এই অ্যাপ সয়ংক্রিয়ভাবে আলাপচারিতা সংরক্ষণ করবে। নির্দিষ্ট সময় পর পর ওই অ্যাপ ছবিও তুলবে এবং মোবাইলে তা সংরক্ষিত হবে। যা সয়ংক্রিয়ভাবে ন্যাশনাল হেল্পলাইন সেন্টারের সার্ভারে পাঠানো হবে। নারীর নিরাপত্তা ও অধিকার সম্পর্কিত তথ্য বাংলা ও ইংরেজিতে এই অ্যাপে দেয়া থাকবে’ বলেন তিনি।
এসময় মহিলা ও শিশু বিষয়ক সচিব নাছিমা বেগম, মহিলা বিষয়ক অধিদফতর মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরীসহ আরো অনেক উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/ওয়াইএ