
লস অ্যাঞ্জেলেস: জাতিসংঘের মহাসচিব বান কি-মুন সংস্থাটির পরবর্তী মহাসচিবের পদে একজন নারীকে দেখতে চাইছেন বলে জানিয়েছেন। চলতি বছরের ৩১ ডিসেম্বর মহাসচিব হিসেবে তার দ্বিতীয় মেয়াদ শেষ হবে। এরই প্রেক্ষিতে তিনি নিজের মনোবাসনা ব্যক্ত করেন।
বান কি-মুন জানান, জাতিসংঘ প্রতিষ্ঠার ৭০ বছরের বেশি সময় পরে একজন নারীকে সংস্থাটির নেতৃত্বে দেখতে চান তিনি। পাশাপাশি তিনি উল্লেখ করেন, এটা একান্তই তার ব্যক্তিগত চাওয়া।
তিনি বলেন, ‘প্রতিষ্ঠার পর বিশ্ব সংস্থাটিতে ৮ জন পুরুষ মহাসচিবের দায়িত্ব পালন করেন।’ একজন নারীর মহাসচিব পদে দায়িত্ব পালনের জন্য এটাই উপযুক্ত সময়। বান কি-মুন গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এই মন্তব্য করেন।
বান কি-মুনের উত্তরাধিকারী হিসেবে বর্তমানে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ৬ জন পুরুষ এবং ৫ জন নারী প্রার্থী রয়েছেন।
অবশ্য জাতিসংঘের মহাসচিব জানান, প্রার্থী নির্বাচনের সিদ্ধান্তটি তার উপর নির্ভর করছে না। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য নির্দিষ্ট একজন প্রার্থীকে নির্বাচিত করার জন্য সুপারিশ করবে। পরে ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে বিষয়টি অনুমোদনের জন্য পাঠানো হবে।
তিনি উল্লেখ করেন, বিশ্বের জনসংখ্যার অর্ধেক নারী। সুতরাং নারীদের ক্ষমতায়ন করা উচিত। এবং পুরুষের পাশাপাশি তাদেরও সমান সুযোগ দেয়া উচিত। বর্তমানে বিভিন্ন দেশের সরকার প্রধানের দায়িত্বে আছেন নারীরা। এমনকি বিভিন্ন সংগঠন ও ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যেও নারী নেতৃত্ব রয়েছে। সুতরাং জাতিসংঘে নারী নেতৃত্ব না আসার কোন কারণ নেই। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
প্রতিবেদন: ফারহানা করিম, সম্পাদনা: সজিব ঘোষ