
ঢাকা: সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় আহত খাদিজা আক্তার নার্গিসের চিকিৎসার সব খচর সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে নার্গিসকে দেখতে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশেই নার্গিসের চিকিৎসা সম্ভব।যদি প্রয়োজন হয় এবং চিকিৎসকরা পরামর্শ দেন তখন বিদেশে নিয়ে চিকিৎসা করানোর বিষয়টি বিবেচনা করা হবে।’
তিনি বলেন, ‘ক্রিটিক্যাল পরিস্থিতি থেকে এখন উন্নতি হয়েছে খাদিজার।এজন্য চিকিৎসকদের ধন্যবাদ।’
উল্লেখ্য, গত ৩ অক্টোবর ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় আহত হন নার্গিস। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।সেখানে অবস্থার অবনতি হলে ৪ অক্টোবর ভোরে তাকে আনা হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। ওই দিনই নার্গিসের অস্ত্রোপচার করা হয়G
লাইফ সাপোর্টে থাকা নার্গিসের অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তার লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়েছে।
গ্রন্থনা: ময়ূখ, সম্পাদনা: জাহিদ