
সিলেট: ঢাকায় আন্দোলনরত বেকার নার্সদের উপর পুলিশি হামলার প্রতিবাদে সিলেটে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। শুক্রবার সকাল থেকেই কর্মবিরতিতে যান তারা।
একই দাবিতে পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে সকালে মানববন্ধন করেন টাঙ্গাইলের নার্সিং কলেজের শিক্ষার্থীরা। নার্সদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বাগেরহাট নার্সিং ইনস্টিটিউটের নার্সরা আন্দোলন কর্মসূচি শুরু করলে এতে বাধা দিয়ে ইনস্টিটিউটের ভেতর তাদের অবরুদ্ধ করে রাখে কর্তৃপক্ষ।
নার্সরা জানায়, বাগেরহাটে বৃহস্পতিবার সকাল থেকে নার্সিং ইনস্টিটিউট কর্তৃপক্ষ প্রধান ফটকে তালা লাগিয়ে শিক্ষার্থীদের অবরুদ্ধ করে রাখে। তবে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরেই বিক্ষোভ করে ও নার্সদের ওপর হামলাকারীদের বিচার দাবি জানায়।
বুধবার রাতে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের বাসভবনের সামনে ব্যাচভিত্তিক ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে ডিপ্লোমা ডিগ্রিধারী নার্সরা অবস্থান নিতে চাইলে তাদের ওপর জলকামান নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এ ঘটনায় দায়িত্বে বাধা দেয়া ও হামলার অভিযোগে অজ্ঞাত ১৪শ’ নার্সকে আসামি করে মামলা দায়ের করা হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/আইকে/এসজি