
ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের বাসার সামনে বেকার নার্সদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারুক হোসেইন নিউজনেক্সটবিডি ডটকমকে বলেন, প্রধানমন্ত্রীর সাক্ষাত না পেয়ে আমরা বাধ্য হয়ে আবার স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে অবস্থান নেই। এ সময় আমাদের সরিয়ে দিতে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করে।
তবে লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করে ধানমন্ডি থানার পরিদর্শক তদন্ত মো. হেলাল উদ্দিন বলেন, ‘বিকেলে নার্সরা মন্ত্রীর বাসার সামনে অবস্থান নেন। আমরা তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে ক্ষুব্ধ নার্সরা আমাদের দিকে ইট-পাটকেল ছুড়ে। এতে আমাদের নারী সদস্যসহ ৬ জন আহত হয়। এরপরেও আমরা কোনো অ্যাকশনে যাইনি।’
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ বাতিল এবং জেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ) ও বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির (বিবিজিএনএস)।
গত ২৬ এপ্রিল থেকে নার্সরা আমরণ অনশন শুরু করায়, ১ মে নার্স নেতাদের নিজ বাসায় ডেকে নিয়ে দাবি পূরণের আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসের মাত্র সাত দিনের মাথায়, সোমবার নিজস্ব ওয়েবসাইটে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এর পর থেকে আবার আন্দোলন শুরু করেন নার্সরা।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/জাই