
ঢাকা: গাজীপুর সিটি করপোরেশনের মেয়র (সাময়িক বরখাস্ত) অধ্যাপক এমএ মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় নাশকতার এক মামলায় ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
এক আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার হাইকের্টের বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে মেয়র মান্নানের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলী, তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আবু হানিফ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিকু।
পরে আমিনুর রহমান চৌধুরী টিকু জানান, ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি আব্দুল মান্নানের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা করা হয়। ২০১৬ সালের ৫ এপ্রিল এই মামলায় তার বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) জমা দেয় পুলিশ। এ মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়। অধ্যাপক এম এ মান্নানকে ১৫ এপ্রিল রাতে কালিয়াকৈরের মৌচাক এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
নিউজনেক্সটবিডি ডটকম/এফএইচ/এসজি/জাই