
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কোথায় ষড়যন্ত্র হয়েছে তা জাতির সামনে প্রমাণ করুন। আর প্রমাণ করতে না পারলে, আপনার বক্তব্য প্রত্যাহার করুন।’
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির প্রিয়াঙ্কা কমউনিটি সেন্টারে এক যৌথ সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে মির্জা ফখরুল, রিজভী সাহেবরা মনগড়া অনেক কথা বলেছেন। শেষ পর্যন্ত খালেদা জিয়া বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচনে নাকি ষড়যন্ত্র হয়েছে। আমি বেগম জিয়াকে অনুরোধ করবো ষড়যন্ত্র জাতির সামনে প্রমাণ করুন।’
জেলা পরিষদ নির্বাচন নিয়ে বিএনপি নেতা মওদুদ আহমদের বক্তব্যের সমালোচনা করে কাদের বলেন, ‘আরেক নালিশ মওদুদ আহমদ। তিনি বলেছেন জেলা পরিষদ নির্বাচন নাকি সংবিধানের সাথে সাংঘর্ষিক। এর পর ফখরুল সাহেবও সুর মিলিয়েছেন।’
কাদের আরো বলেন, ‘কোন সংবিধানের বলে জিয়াউর রহমান এদেশের রাষ্টপতি হয়েছিলেন, আমরা জানতে চাই। সংবিধানের কথা বলবেন না। আপনারাই সংবিধান রক্তাত্ত করে স্বৈরশাসকের সূচনা করেছিলেন। আপনাদের মুখে সংবিধানের কথা শুনলে মনে হয় ভুতের মূখে রামরাম শুনছি।’
‘২০০০ সালে আমরা সরকারে থাকার সময় জেলা পরিষদের আইন হয়েছে। এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক থাকলে, আপনারা সংশোধন করেননি, কেন বাতিল করেননি? এখানে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কিছু নেই।’
আগামী ১০ জানুয়ারি সকল নেতাকর্মীদের সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে কাদের বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশ করবো আমরা। এই সমাবেশকে সফল করতে হবে। এছাড়াও আগামী ৫ জানুয়ারিতে গণতন্ত্রেরর বিজয় দিবস উপলক্ষে সারাদেশে সকল জেলা-উপজেলা পর্যায়ে সমাবেশ করবেন।’
১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশ সফল করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা ও ঢাকার আশেপাশে জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, দলীয় মেয়র, উপজেলা চেয়ারম্যনদের নিয়ে মত বিনিময় সভা করে কেন্ত্রীয় আওয়ামী লীগ।
যৌথ সভায় জেলার নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক ও মুহিবুল হাসান চৌধুরী নওফেল।
প্রতিবেদক: আশিক, সম্পাদনা: জাহিদ