
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণে ১৬টি সংস্থার ৩২০ জন পর্যবেক্ষককে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। তাদের মধ্যে ৩১৮ জন দেশি, দুইজন বিদেশি রয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সহকারী পরিচালক আশাদুল হক।
তিনি জানান, “নয়টি সংস্থার ১৮৫ জন স্থানীয়ভাবে পর্যবেক্ষণ করবেন; কেন্দ্রীয়ভাবে থাকছেন ছয়টি সংস্থার ১৩৩ জন। এশিয়া ফাউন্ডেশনের দুই বিদেশি পর্যবেক্ষকও ভোট দেখবেন।”
যেসব সংস্থার হয়ে দেশি পর্যবেক্ষকরা ভোট দেখবেন সেগুলো হচ্ছে- জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ-জানিপপ, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ-বামাসপ, ডেমোক্রেসিওয়াচ, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, বাংলাদেশ মানবাধিকার কমিশন, ব্রতী, কোস্ট ট্রাস্ট ইন্সটিটিউট ফর এনভায়রনমেন্ট অযাতান্ড ডেভেলপমেন্ট-আইইডি, হোস্টেড রিসোর্স ডেভেলপমেন্ট অ্যা সোসিয়েটস, ইনোভেশন ক্যাপিটাল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি, পলিসি রিসার্চ স্টাডিজ ফাউন্ডেশন, খান ফাউন্ডেশন, সোসাইটি ফর রুরাল বেসিক নিড, বাংলাদেশ মানবাধিকার সংস্থা ও ফেমা।
আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় এ নির্বাচনে এবারই প্রথম দলভিত্তিক সিটি নির্বাচন হচ্ছে। মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৫৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গ্রন্থনা: ময়ূখ, সম্পাদনা: প্রণব