
ব্রাহ্মণবাড়িয়া: নাসিরনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ রিমান্ড মঞ্জুর করেন।
নাসিরনগরে হামলার ঘটনায় প্রথম দফায় গ্রেফতার করা হয় ১১ জনকে। এদের মধ্যে আটজনকে তিনদিন করে রিমান্ড দেন আদালত। কোর্ট ইন্সপেক্টর মাহাবুবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
উল্লেখ্য, ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগকে কেন্দ্র করে ৩০ অক্টোবর নাসিরনগরের প্রায় ১৫টি মন্দির ও শতাধিক হিন্দুবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এর পাঁচ দিন পর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের পাঁচটি ঘর ও একটি মন্দিরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
প্রথম হামলার ঘটনায় নাসিরনগর থানায় অজ্ঞাতনামা দুই হাজার চারশো জনকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়।
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের