
ব্রাহ্মণবাড়িয়া: জেলার হিন্দু পল্লীতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরো চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৮০ জনে। গত ৭ নভেম্বর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭৬ জনকে গ্রেফতার করেছিলো পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর। ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেফতার করা হয়।
হিন্দু পল্লীতে ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় নাসিরনগর থানায় তিনটি মামলা করা হয়। মামলা তিনটির তদন্ত করছেন চার জন তদন্ত কর্মকর্তা। মন্দিরে হামলা ও ধর্মীয় অবমাননার অভিযোগে করা প্রথম দুইটি মামলার তদন্ত করছেন এসঅাই সাধন কান্তি ও এসআই ওয়াহাব। আর ঘর-বাড়ি পোড়ানোর মামলার তদন্ত কর্মকর্তারা হলেন এসআই মহিউদ্দিন সুমন ও এসআই কাউসার।
ঘটনায় জড়িতদের গ্রেফতারে তিনটি পদ্ধতি অবলম্বন করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হামলার ফুটেজ দেখে, পুলিশ সোর্স এবং গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে জড়িতদের গ্রেফতার করা হচ্ছে।
প্রতিনিধি, সম্পাদনা: ময়ূখ