
ব্রাহ্মণবাড়িয়া: নাসিরনগরে হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি ও মন্দির পরিসর্শন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি নাসিরনগরে পৌঁছান।
পরিদর্শনকালে তার সঙ্গে আছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী এবং র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।
এর আগে ৩০ অক্টোবর ইসলাম অবমাননার প্রতিবাদের নামে নাসিরনগরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ১৫টি মন্দির ও দেড় শতাধিক ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে ৪ নভেম্বর আবারো বাড়িঘর ও মন্দিরে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় তারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনার ৯ দিন পর ঘটনাস্থল পরিদর্শনে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সচিবালয়ে সোমবার সাংবাদিকদের তিনি বলেছিলেন, “দুষ্কৃতিকারীদের ধরতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। তদন্তে যাদের নাম আসবে, প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”
হামলার ঘটনায় নাসিরনগর থানায় তিনটি মামলা করা হয়। মামলা তিনটি তদন্ত করছেন চার তদন্ত কর্মকর্তা। মন্দিরে হামলা ও ধর্মীয় অবমাননার অভিযোগে করা প্রথম দুই মামলার তদন্ত করছেন এসআই সাধন কান্তি ও এসআই ওয়াহাব।
অন্যদিকে বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তারা হলেন এসআই মহিউদ্দিন সুমন ও এসআই কাউসার। নাসিরনগরে সংখ্যালঘুদের নিরাপত্তায় পাঁচশো পুলিশ সদস্য সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। এ ঘটনায় এ পর্যন্ত গ্রেফতারের করা হয়েছে ৭৬ জনকে।
গ্রন্থনা: ময়ূখ, সম্পাদনা: আবু তাহের