নাসিরনগরে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে শাহবাগ অবরোধ

নাসিরনগরের সংখ্যালঘুদের মন্দির ও বাড়িঘরে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগে রাস্তায় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার সকালে তারা এ অবরোধ শুরু করে।
এ সময় তারা একটি সমাবেশ করে। সমাবেশে তারা মৎস্য ও পশু সম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের কুশপুত্তলিকা দাহ করে। বিভিন্ন সংগঠনের ব্যানারে শিক্ষার্থীরা শাহবাগ চত্তরে অবস্থান করছে। ফলে রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে গেছে।
শিক্ষার্থীরা জানায়, যতক্ষণ পর্যন্ত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাপারে কর্তৃপক্ষ আশ্বাস না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। এ অবস্থায় শুক্রবার ছুটির দিন হলেও শাহবাগ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের