
ব্রাহ্মণবাড়িয়া: জেলার নাসিরনগরে রোববার ভোরে ফের হিন্দু বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এলাকাবাসীদের পাহারা দেয়ার মধ্যেই এমন ঘটনাকে রহস্যজনক বলছে পুলিশ।
এলাকাবাসী জানায়, উপজেলা সদরের পশ্চিমপাড়ার চেনগাপুরে ছোট্টলাল দাসের বাড়ির একচালা ঘরে ভোর পাঁচটার দিকে দুর্বৃত্তরা আগুন দেয়। আগুনে ৫টি বেড়জালসহ ঘরটি আংশিক পুড়ে যায়।
খবর পেয়ে ১২ বিজিবির সিও লে. কর্ণেল শাহ আলী, উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. লিয়াকত আলী, ওসি মো. আবু জাফর ঘটনাস্থল পরিদর্শন করেন।
নাসিরনগর থানার ওসি আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ পাড়ায় স্থানীয় ৮ জনের একটি টিম ঘটনার রাতে পাহারা দেন। পাহারা দেয়ার পরও কিভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগকে কেন্দ্র করে ৩০ অক্টোবর নাসিরনগরের প্রায় ১৫টি মন্দির ও শতাধিক হিন্দুবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এর পাঁচ দিন পর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের পাঁচটি ঘর ও একটি মন্দিরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এর পর কয়েক দফা এমন ঘটনা ঘটেছে।
নাসিরনগরের এমন ঘটনায় জড়িতদের গ্রেফতারে তিনটি পদ্ধতি অবলম্বন করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হামলার ফুটেজ দেখে, পুলিশ সোর্স এবং গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে জড়িতদের গ্রেফতার করা হচ্ছে। এপর্যন্ত ৮০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রন্থনা: ময়ূখ, সম্পাদনা: প্রণব