
নারায়ণগঞ্জ: সিটি করপোরেশন নির্বাচনের মাত্র তিন দিন আগে আওয়ামী লীগ দলীয় প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি।
সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে জাতীয় পার্টির নেতারা আইভীকে সমর্থনের কথা ঘোষণা দেন। তবে এই সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জাতীয় পার্টির কোনো নেতাকে দেখা যায়নি।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এম ফয়সাল চিশতি, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নুরু, আলমগীর সিকদার লোটন, যুগ্ম মহাসচিব সফিকুল ইসলাম সফিক। পরে নেতারা শহরের বিভিন্ন স্থানে আইভীর পক্ষে গণসংযোগে অংশ নেন।
এম ফয়সাল চিশতি জানান, নারায়ণগঞ্জ-৫ আসনে উপ নির্বাচনে আওয়ামী লীগ আমাদের সম্মান দেখিয়ে কোনো প্রার্থী দেয়নি। তাই জাতীয় পার্টি নারায়ণগঞ্জে আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দিয়েছে।
তিনি বলেন, আইনের বধ্যতাধকতার কারণে স্থানীয় সংসদ সদস্য কিছু বলতে পারছেন না। নেতাকর্মীদের নির্দশনা দেয়া হয়েছে আইভীর পক্ষে কাজ করতে। আমরা সবাইকে অনুরোধ করছি আইভীকে জয়ী করতে।
ফয়সাল চিশতি বলেন, এ নির্বাচনে সরকার পরিবর্তন হবে না। তবে এলাকায় শান্তি ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আইভীকে বিজয়ী করতে হবে। তাছাড়া আইভীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন চার দিন আগে সেলিম ওসমানের সঙ্গে টেলিফোনে কথা বলে দোয়া চেয়েছেন।
প্রতিনিধি, সম্পাদনা: জাহিদ