
ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে ওজন পার্কের রাস্তায় একটি মসজিদের ইমামসহ দুই যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিকে প্রকাশ্যে হত্যাকারীর স্কেচ প্রকাশ করেছে সেখানকার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও সিসিভিটি ফুটেজ থেকে হামলাকারীর মুখাবয়ব (স্কেচ) তৈরি করা হয়েছে।
নিউইয়র্কের কুইন্স এলাকায় দুর্বৃত্তের গুলিতে যে দুইজন বাংলাদেশি নিহত হয়েছেন, তাদের একজন স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন, অপরজন তারই সহকারী ছিলেন বলে জানা গেছে।
বিবিসির খবরে বলা হয়, গুলির শব্দ শুনে লোকজন আসার আগেই ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারী। পরে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা শুনে এবং সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীর স্কেচ তৈরি করা হয়। রোববার এ স্কেচ প্রকাশ করেছে পুলিশ।
মাওলানা আকুঞ্জির (৫৫) বাড়ি হবিগঞ্জে এবং তারা উদ্দিনের (৬৪) বাড়ি সিলেটে। আকুঞ্জি প্রায় দুই বছর আগে এবং তারা উদ্দিন প্রায় চার বছর আগে অভিবাসন ভিসায় যুক্তরাষ্ট্রে যান। সেখানে আল-ফুরকান মসজিদে ইমাম ছিলেন মাওলানা আকুঞ্জি এবং তার সহকারী ছিলেন তারা উদ্দিন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় বন্দুকধারীর পরনে ছিল কালো নীল রঙের পোশাক। মাঝামাঝি গড়নের লোকটির মুখে খোঁচা খোঁচা দাঁড়ি এবং চোখে ছিল চশমা। তার হাতে ছিল বড় একটি বন্দুক।
কুইন্সের কয়েকটি মসজিদের প্রেসিডেন্ট কবির চৌধুরী বলেছেন, ‘আমরা হতবিহ্বল। আমাদের এ ঘটনার শেষ পর্যন্ত যাওয়া প্রয়োজন। শুধু আমাদের ধর্মের কারণেই তারা এ কাজ করেছে কি না, তা আমাদের জানতে হবে।’
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/জাই