
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে সহিংসতার শিকার হয়েছে আরো তিন ব্যক্তি। অরল্যান্ডোর গোলাগুলিতে ৫০ জন নিহত ও ৫৩ জন আহত হওয়ার পর আমেরিকা জুড়ে যখন শোকের পরিবেশ বিরাজ করছে তখন নিউ ইয়র্কে তিন জনকে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রেডিও তেহরান।
সংবাদে প্রকাশ, নিহতদের মধ্যে হুইল চেয়ারে চলাচলকারী এক ব্যক্তি রয়েছে। এরিক অলিভার নামে এ ব্যক্তি ১০ বছর আগে আরেক গোলাগুলির ঘটনায় আহত হয়ে প্যারালাইজড হয়েছিলেন। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতরাত সাড়ে এগোরোটার দিকে অলিভার মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নিউ ইয়র্কের ব্রুকলিন ও ব্রংক্স এলাকায় অন্য দুটি সহিংসতায় আরো দুজন নিহত হয়েছে। এর মধ্যে ব্রংক্সে ৩২ বছর বয়সী এক বক্তিকে বহুসংখ্যক বুলেটবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ব্রুকলিনে ২২ বছরের এক তরুণকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া, কুইন্সে দুর্বৃত্তের ছুরির আঘাতে একজন মারাত্মকভাবে আহত হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে