
ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে ওজন পার্কের রাস্তায় আল ফুরকান মসজিদের যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ইমাম ও তার সহযোগীকে গুলি করে হত্যায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে দেশটির পুলিশ। রোববার পূর্ব নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে ওই সন্দেহভাজনকে আটক করা হয়। খবর নিউ ইয়র্ক পোস্টের।
প্রতিবেদনে বলা হয়, ওই দুই বাংলাদেশিকে খুনের একটি ভিডিও প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ওই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
পুলিশের উচ্চপর্যায়ের একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, রোববার স্থানীয় সময় রাত ১১টার দিকে পূর্ব নিউ ইয়র্কের সেভেন্টি ফাইভ প্রিসিংক্টের ওজোন পার্ক থেকে আটকের পর ৩৫ বছর বয়সী হামলাকারীকে পুলিশি জিম্মায় নেয়া হয়েছে। তবে আটক ব্যক্তির বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ আনা হয়নি।
এর আগে যুক্তরাষ্ট্রপ্রবাসী দুই বাংলাদেশিকে প্রকাশ্যে হত্যাকারীর স্কেচ প্রকাশ করে সেখানকার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও সিসিভিটি ফুটেজ থেকে হামলাকারীর মুখাবয়ব (স্কেচ) তৈরি করা হয়েছে বলে জানায় পুলিশ।
তবে হামলাকারীর ছবি প্রকাশ করা হলেও আটক ব্যক্তিই হামলাকারী ছিলেন কি-না সে বিষয়ে এখনো তথ্য দেয়নি সিটি পুলিশ।
উল্লেখ্য, মাওলানা আকুঞ্জির (৫৫) বাড়ি হবিগঞ্জে এবং তারা উদ্দিনের (৬৪) বাড়ি সিলেটে। আকুঞ্জি প্রায় দুই বছর আগে এবং তারা উদ্দিন প্রায় চার বছর আগে অভিবাসন ভিসায় যুক্তরাষ্ট্রে যান। সেখানে আল-ফুরকান মসজিদে ইমাম ছিলেন মাওলানা আকুঞ্জি এবং তার সহকারী ছিলেন তারা উদ্দিন।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/এসজি