
ডেস্ক: চলতি বছরের শেষে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে মেজর লিগ সকারের নিউ ইয়র্ক সিটিতে আর থাকছেন না চেলসির সাবেক তারকা ফ্র্যাংক ল্যাম্পার্ড। এমএলএস ক্লাবের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ৩৮ বছর বয়সী ইংলিশ এই মিডফিল্ডার ২০১৪ সালে উত্তর আমেরিকার ক্লাবটির সাথে চুক্তিভূক্ত হবার পর থেকে ৩১টি ম্যাচে ১৫টি গোল করেছেন। কোলোরাডো র্যাপিডসের বিপক্ষে ক্লাবের ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করার কৃতিত্বও দেখিয়েছিলেন তিনি। এছাড়া প্রথমবারের মত নিউ ইয়র্ককে প্লে অফে খেলতে সহযোগিতা করেছেন।
ক্লাবের ওয়েবসাইটে এ সম্পর্কে ল্যাম্পার্ড বলেছেন, ‘নিউ ইয়র্কের সাথে আমার সময় শেষ হয়ে গেছে। গত দুই বছরে যে ধরনের সহযোগিতা ও সমর্থন আমি পেয়েছি সেজন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ক্লাবের সতীর্থরা ছিল চমৎকার। তাদের সাথে খেলতে পারাটা সত্যিই সৌভাগ্যের। অসাধারণ কিছু সমর্থক আমাদের সবসময়ই সমর্থন দিয়ে গেছে। এখানকার সময়টা আমি দারুন উপভোগ করেছি। দারুণ একটি ক্লাবে খেলতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ।’
১৯৯৫ সালে ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যামের হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন ল্যাম্পার্ড। এই ক্লাবেই তার বাবাও খেলতেন। ২০০১ সালে চেলসিতে যোগ দেবার পরে টানা ১৩ মৌসুম স্ট্যামফোর্ড ব্রীজে কাটিয়েছেন। এই ক্লাবের হয়ে ২১১ গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন। নিউ ইয়র্ক সিটি কোচ প্যাট্রিক ভিয়েরা বলেছেন, ‘মধ্যমাঠ থেকে ফ্র্যাংকের গোল করার রেকর্ডের কথাই সবাই বলে থাকে। কিন্তু এক বছর তার সাথে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি বলবো যে গোল করার থেকেও দলের মধ্যে অনেক কিছুই সে নিয়ে এসেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অভিজ্ঞতা, তরুনদের সাথে সুসম্পর্ক, উদার মানসিকতা এসব দিয়েই সে আমাদের দারুনভাবে উজ্জীবিত করেছে।’
চলতি বছর ল্যাম্পার্ডকে সাথে নিয়ে নয়টি ম্যাচে ড্র করেছে নিউ ইয়র্ক। ইস্টার্ন ডিভিশনে শীর্ষে থাকা প্রতিদ্বন্দ্বী নিউ ইয়র্ক রেড বুলসের থেকে তারা মাত্র তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে।