নিউজনেক্সটের ইলিয়াস খান প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক

ঢাকা: অনলাইন নিউজ পোর্টাল নিউজনেক্সটবিডি ডটকমের কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর ইলিয়াস খান জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক (২০১৭-১৮) নির্বাচনে ৪৫২ ভোট পেয়ে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ক্লাব চত্বরে সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত।
ইলিয়াস খান ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। জাতীয় প্রেস ক্লাবের বর্তমান কমিটিতেও যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম পবিরারের পক্ষ থেকে তিনি সহ সকল বিজয়ীদের অভিনন্দন এবং ফুলেল শুভেচ্ছা।
প্রতিবেদক: শেখ রিয়াল, সম্পাদনা: জাহিদ