
আর্ন্তজাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুকধারীদের হামলার রেশ কাটতে না কাটতে এবার নিউজিল্যান্ডের ডানেডিন বিমানবন্দরে বোম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর এজন্য বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।
পুলিশের এক কর্মকর্তা জানান, রাত ৮টা ১০ মিনিটে তারা বিমানবন্দরের কাছে একটি বোমা সদৃশ বস্তুর খবর পান। এখবর পাওয়ার পর তারা প্রতিরক্ষা বাহিনীকে সচেতন থাকতে বলেছে।
ওটাগো ডেইলি টাইমস তাদের প্রতিবেদনে বলছে, ডানেডিন বিমানবন্দরে নেভিগেশন বিল্ডিং এর বাইরে একটি বোমা সদৃশ বস্তু দেখা যাওয়ার তথ্য নিশ্চিত করেছে পুলিশ। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ বাহিনী মোতায়েন করা হয়েছে।
এর আগে শুক্রুবার জুমার নামাজের সময় দুটি মসজিদে মসুল্লিদের উপড় আক্রমণ চালায় একদল হামলাকারী। এই ঘটনায় নিহত হন ৫০ জন মুসল্লি এবং আহত হন অর্ধশতাধিক।
তথ্যসূত্র: নিউজিল্যান্ড হেরাল্ড
গ্রন্থনা ও সম্পাদনা: শামীম ইশতিয়াক