
ডেস্ক: আগামি ২৬ ডিসেম্বর বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড। আসন্ন এ সিরিজকে সামনে রেখে কিছু দিন আগেই ১৫ সদস্যের প্রাথমিক সদস্যের দল ঘোষণা করেছিল দেশটির ক্রিকেট বোর্ড। মঙ্গলবার সকালে টাইগারদের বিপক্ষে লড়ার জন্য সেরা একাদশও ঘোষণা করেছে তারা। সিরিজের প্রথম ম্যাচের জন্যই এ দলটি ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে’র জন্য দল ঘোষণা করা হবে ২৭ ডিসেম্বর। কোল ম্যাকোনহিকে অধিনায়ক করে ঘোষিত দলে রয়েছে রায়ান ডাফি, বেন স্মিথ, কেন ম্যাকলারের মতো ক্রিকেটাররা।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে পূর্ণাঙ্গ এ সিরিজকে সামনে রেখে গত ৯ ও ১০ ডিসেম্বর দু’ধাপে অস্ট্রেলিয়ায় পৌঁছে টাইগাররা। কিউইদের আবহাওয়ার সাথে নিজেদের মানিয়ে নিতে সিডনিতে কন্ডিশনিং ক্যাম্পে ব্যস্ত ছিলেন মাশরাফি-তামিম-সাকিবরা। কন্ডিশনিং ক্যাম্পের পাশাপাশি অজিদের মাটিতে দু’টি প্রস্তুতি ম্যাচও খেলেছেন হাতুরুসিংহের শিষ্যরা।
প্রথম ম্যাচে সিডনি সিক্সার্সের বিরুদ্ধে ৭ উইকেটের জয় পেলেও বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন সিডনি থান্ডারের বিরুদ্ধে হারতে হয়। এক হার ও এক জয় নিয়ে গতকাল সোমবার অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ডে পা রাখে টাইগাররা। দশ দিনের এ কন্ডিশনিং ক্যাম্প থেকে অনেক কিছুই অর্জন আছে বাংলাদেশ দলের। তবে মুস্তাফিজের ফিটনেস ফিরে পাওয়া নিয়ে শঙ্কা এখনো রয়ে গেছে। তাই ওয়ানডে সিরিজে তাকে নাও দেখা যেতে পারে। নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে লাল-সবুজ জার্সীধারীরা। নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে আগামি ২২ ডিসেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পূর্ণাঙ্গ সিরিজে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ।
নিউজিল্যান্ড একাদশ
রায়ান ডাফি, বেন স্মিথ, ভরত পপলি, কেন ম্যাকলার, কোল ম্যাকোনহি (অধিনায়ক), বেন হরনে, শন হিকস, হেনরি শিপলে, ম্যাট ম্যাকওয়ান, ব্রেট হ্যাম্পটন, আজায প্যাটেল, ইয়ান ম্যাকপিক।
গ্রন্থনা: কবির