
ঢাকা: রাজধানীর টেকনিক্যাল মোড় থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদিনের (জেএমবির) অনুসারি নিউ জেএমবির ৫ সদস্যকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম টিম। আটককৃতদের কাছ থেকে বিস্ফোরক জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান।
তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম জানানো হয়নি। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে বেলা ১১টার পর সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিউ জেএমবিকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিনের (জেএমবি) ভগ্নাংশ বলে মনে করে। তাদের ভাষ্য, সাম্প্রতিক জঙ্গি হামলাগুলোর মূলহোতা নতুন ধারার এই জেএমবি সদস্যরা।
নিউ জেএমবিকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিনের (জেএমবি) ভগ্নাংশ বলে গণ্য করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সাম্প্রতিক জঙ্গি হামলাগুলোর মূল হোতা নতুন ধারার এই জেএমবি সদস্যরা। একের পর এক জঙ্গি হামলা চালিয়ে যাচ্ছে তারা।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, সর্বশেষ কল্যাণপুরের জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে যে নয় সদস্য নিহত হয়, তারা সবাই নিউ জেএমবির সদস্য। এই গ্রুপের সদস্যরাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়েছিল। হামলা করেছিলো কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহ মাঠেও। এর আগে ঢাকা ও ঢাকার বাইরে ভিন্নমতাবলম্বী ও ধর্মাবলম্বীদের ওপরও একাধিক হামলা চালায় তারা।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসজি