
ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের নির্বাচনি ঐতিহ্য অনুসারে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ছোট তিনটি শহরের মধ্যরাতের ভোটে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের তুলনায় এগিয়ে আছেন। মার্কিন দৈনিক ইউএসএ টুডে এই খবর প্রকাশ করে।
ডিক্সভিল নচ, হার্টস লোকেশন এবং মিলসফিল্ড শহরে মধ্যরাতে অনুষ্ঠিত ভোটে ৩২-২৫ ভোটে এগিয়ে আছেন ট্রাম্প। এই শহরগুলিতে ১০০ জনেরও কম ভোটার রয়েছে।
ডিক্সভিল নচে হিলারি পেয়েছেন চার ভোট, তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্প পান দুই ভোট। কিছুটা বড় শহর হার্টস লোকেশনে হিলারি ১৭ ভোটে জয় পান অন্যদিকে ট্রাম্পের ভোট ছিল ১৪। এবং মিলসফিল্ডে ট্রাম্প ১৬ ভোটে জয়ী হন। এখানে হিলারি পেয়েছেন মাত্র চার ভোট।
নিউ হ্যাম্পশায়ারের আইন অনুযায়ী, যেসব এলাকায় ১০০ জনের কম ভোটার আছেন সেখানে মধ্যরাতে ভোট দেয়া যেতে পারে এবং তালিকাভুক্ত সব ভোটারের ভোট দেয়া শেষ হলে ভোটকেন্দ্র বন্ধ করা হয়।
১৯৬০ সাল থেকে প্রত্যেক নির্বাচনে ডিক্সভিল নচে মধ্যরাতে ভোট দেয়ার ঐতিহ্য প্রচলিত রয়েছে। কিন্ত হার্টস লোকেশনে এই ঐতিহ্য ১৯৪৮ সাল থেকে পালন করা হয়।
যদিও নিউ হ্যাম্পশায়ারের ছোট তিনটি শহরের ভোটে ট্রাম্প এগিয়ে রয়েছেন কিন্তু নতুন একটি জনমত জরিপে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের তুলনায় চার পয়েন্টে এগিয়ে আছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
গ্রন্থনা: ফারহানা করিম, সম্পাদনা: সজিব ঘোষ