
ঢাকা: রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে ১ কেজি ২৮০ গ্রাম হেরোইনসহ সাইফুল নামের এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে খিলক্ষেত নিকুঞ্জ ২ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ১ কেজি ২৮০ গ্রাম হেরোইন সহ সাইফুলকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। সাইফুল ফেনীর ছাগলনাইয়া থানার দক্ষিণ যশপুরের রুহুল আমিনের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাইফুল জানায়, তার মামা ইলিয়াছ হোসেন আন্তর্জাতিক হেরোইন ব্যবসায় জড়িত ছিলেন। হেরোইন নিজ হেফাজতে রাখার দায়ে চীনে তার ফাঁসি হয়েছে। এরপর সাইফুলই তার মামার হেরোইন ব্যবসা পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে খিলক্ষেত থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/জাই