নিকোলাস কেজের মৃত্যুর ভুয়া খবর

ডেস্ক: সম্প্রতি সোশাল নেটওয়ার্কিং সাইটগুলোতে নিকোলাস কেইজের মৃত্যুর একটি ভুয়া খবর ছড়িয়ে পড়ে। সিএনএন এর মনোগ্রাম সম্বলিত একটি সড়ক দূর্ঘটনাস্থলের ছবিতে ভাঙাচোড়া মটরবাইক দেখিয়ে ঐ ভুয়া খবরে দাবী করা হয়, ‘ন্যাশনাল ট্রেজার’ ও ‘গোস্ট রাইডার’ খ্যাত তারকা অভিনেতা নিকোলাস কেইজ তার নিজের মটরবাইকে ভ্রমণের সময় দূর্ঘটনা কবলিত হয়ে প্রাণ হারান।
উক্ত ছবিতে সিএনএন এর মনোগ্রাম দেখে, বিশ্বব্যাপী ভক্তকূল মুষড়ে পড়ে বেদনায়। খবর তলিয়ে না দেখে মিথ্যাচার ছড়াতে থাকে আবেগের বশে। পরে শোবিজ ডেইলি নামক ওয়েবসাইট থেকে ছড়িয়ে পড়া ঐ মিথ্যাচারের তীব্র নিন্দা জ্ঞাপন করছে বিশ্বব্যাপী গণমাধ্যম গুলো।
নিউজনেক্সটবিডিডটকম/এসকেএস/টিএস