
কুষ্টিয়া: নিখোঁজ হওয়ার ৩দিন পর অটোচালক সোহেল রানার (২২) লাশ উদ্ধার করেছে কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ। সোমবার রাত ৯টার দিকে উপজেলার রায়টা পাথরঘাট এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
গত শনিবার অটোচালক সোহেল রানা নিখোঁজ হলে পরদিন রোববার তার ভাই বাহারুল আলম দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং ২৮২, তারিখ ০৭-০৮-২০১৬ ইং।
অটোচালক সোহেল রানা দৌলতপুরের জয়রামপুর এলাকার মৃত জাকাত সরদারের পুত্র। পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে অটো নিয়ে সোহেল রানা বাড়ি থেকে বের হয়। তারপর থেকে সে নিখোঁজ। সম্ভাব্য সব স্থানে খোজাঁখুজি করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ নূর হোসেন খন্দকার নিউজনেক্সটবিডি ডটকম’কে জানান, সোহেল রানার মুখে কাপড় পেঁচিয়ে ও মাথায় পাথরের আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়না তদন্তের পরে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/ওয়াইএ