
ঢাকা: বিভিন্ন খবর নিয়ে বিশ্ব মিডিয়ায় স্থান পাচ্ছে বাংলাদেশের নাম। তার মধ্য থেকে কিছু খবর:
আল-জাজিরা: কাতার ভিত্তিক মিডিয়াটি ‘নিজামীর ফাঁসি বাংলাদেশের অসুস্থ ভবিষ্যতের পূর্বলক্ষণ’ শিরোনামে একটি মতামত প্রতিবেদন প্রকাশ করেছে। ব্রিটেনের শিক্ষক, আইনজীবী ও অধিকারকর্মী তালহা আহমাদ লিখেছেন এটি।
এতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়ে তা কার্যকর করা হয়েছে মে মাসে। তবে ওই বিচার প্রক্রিয়ার যথেষ্ট সমালোচনা রয়েছে সারা বিশ্বে।
নিউ ইয়র্ক টাইমস: যুক্তরাষ্ট্রের পত্রিকাটি লিখেছে, বাংলাদেশ বলছে কে ব্লগারদের হত্যা করছে তা জানা আছে। এতে বলা হয়, বাংলাদেশ কর্তৃপক্ষ বলছে সেক্যুলার ব্লগারদের হত্যার পেছনে দুটি গ্রুপকে চিহ্নিত করতে পেরেছে তারা।
দি নিউজ ইন্টারন্যাশনাল: পাকিস্তানের পত্রিকাটি লিখেছে, মে মাসে বাংলাদেশের গার্মেন্ট রফতানি বেড়েছে ৬.৫ শতাংশ। এক বছর আগের তুলনায় চলতি বছরের মে মাসে রফতানি ৩.০৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে বুধবার সরকারি তথ্যে জানানো হয়।
দি স্টার: মালয়েশিয়ার পত্রিকাটি লিখেছে, মানবপাচারের দায়ে বাংলাদেশির ১০ বছরের জেল। এতে বলা হয়, স্বদেশি তিনজনকে পাচারের দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে ওই সাজা দেয়া হয় মালয়েশিয়ায়।
এএফপি: বার্তা সংস্থাটি লিখেছে, চতুর্থ ইসলামী জঙ্গিকে গুলি করে হত্যা। এতে বলা হয়, বুধবার পুলিশ গুলি করে আরেক জঙ্গিকে হত্যা করেছে। এটি এ ধরনের চতুর্থ জঙ্গি হত্যা।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই