নিজের বিশ্বরেকর্ড ভাঙলেন লেডিকি

স্পোর্টস ডেস্ক: রিও অলিম্পিকে নিজের গড়া বিশ্ব রেকর্ড অনেক ব্যবধানে ভাঙলেন যুক্তরাষ্ট্রের কেটি লেডিকি। সুইমিংপুলে মেয়েদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছেন তিনি।
বাংলাদেশ সময় সোমবার সকালে লেডিকি নতুন রেকর্ড গড়তে সময় নেন ৫৬.৪৬ সেকেন্ড। এর আগে ২০১৪ সালে এই বিভাগে ৩.৫৮.৩৭ সেকেন্ডে বিশ্বরেকর্ড গড়েন তিনি।
রুপা জেতা যুক্তরাজ্যের জ্যাজ ক্যারলিনের চেয়ে ১৯ বছর বয়সী এই সাঁতারু এগিয়ে ছিলেন ৪.৭৭ সেকেন্ড! যুক্তরাষ্ট্রের লিয়া স্মিথ পেয়েছেন ব্রোঞ্জ পদক। এই আসরে প্রথম দিন ৪*১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে রুপা জিতেছিলেন লেডিকি। অংশ নেবেন ২০০ মিটার ও ৮০০ মিটার ফ্রিস্টাইলেও।
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ