
কুমিল্লাঃ জেলার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নের আতাউল্লাহকান্দি গ্রামের মাদকাসক্ত ফয়সাল মিয়াকে (২৫) গলা টিপে হত্যা করল তার মা ফাতেমা বেগম। মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে মাদকাসক্ত ফয়সাল মিয়া মাদকসেবন করে নিজ ঘরে ঘুমিয়ে থাকাকালীন মা ফাতেমা বেগম তার মাদকসেবী সন্তানকে গলাটিপে হত্যা করে।
হত্যাকারী মা ফাতেমা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করে।
মাদকসেবী ফয়সালের অত্যাচারে অতিষ্ঠ ছিল পুরো পরিবার, সন্তানের নেশার খরচ চালাতে বহু টাকা দেনা করে ফেলে তারা। কিছুদিন আগেও ফয়সালকে আদালত থেকে জামিনে নিয়ে আসতে অনেক টাকা খরচ হয়ে যায়। দেনাদারের চাপের পাশাপাশি মাদকাসক্ত সন্তানের নেশার তাগাদা ঠিক সামলে নিতে পারছিল না পরিবারটি।
অনেক চেষ্টা করে নেশার পথ থেকে সন্তানকে ফেরাতে পারেনি মা ফাতেমা বেগম; উলটো মাদকের টাকার জন্য তার ওপর চাপ প্রয়োগ করলে অতিষ্ঠ হয়ে দিশাহারা হয়ে পড়েন মা। কোনো কূল-কিনারা না পেয়ে অবশেষে মা মাদকসেবী সন্তান ফয়সাল মিয়াকে ঘুমন্ত অবস্থায় গলা টিপে হত্যা করে।
নিউজনেক্সটবিডিডটকম/এসকেএস/টিএস