
কক্সবাজার: কক্সবাজারে প্রথমবারের মতো নিবন্ধনের আওতায় আসছে জেলেরা। এরইমধ্যে নিবন্ধিত হয়েছেন ৪১ হাজারের বেশি। দেয়া হচ্ছে পরিচয়পত্র। মৎস বিভাগ বলছে, এতে সরকারি সহায়তা প্রদানে যেমন সুবিধা হবে তেমনি ইয়াবা আর মানবপাচারে জেলেদের অংশগ্রহণ বন্ধ করা সহজ হবে।
জানা গেছে, সাগরপথে মানবপাচার আর ইয়াবা চোরাচালানের জন্য আলোচিত কক্সবাজার। অবৈধ এই কর্মকাণ্ডের পুরোটাই হয় নৌযান ব্যবহার করে। জেলেদের একটি অংশও এসব কাজে জড়িত রয়েছে। তবে জেলেদের শনাক্ত করার মতো কোনো উপায় না থাকায় এতোদিন অনেকটাই অন্ধকারে ছিল আইনশৃংখলা বাহিনী। তাই এবার তালিকার আওতায় আনা হচ্ছে সব জেলেকে।
এরইমধ্যে নিবন্ধিত জেলেদের ছবিযুক্ত পরিচয়পত্র দেয়ার কার্যক্রমও শুরু হয়েছে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলেরা বলছেন, এ কার্যক্রম যেন অব্যাহত থাকে। মৎস বিভাগের তথ্য মতে, কক্সবাজারে মাছ ধরার নৌযান রয়েছে ৫ হাজার ২৪০টি। যেখানে জেলে রয়েছেন প্রায় ৬০ হাজার।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এসআই