
ঢাকা: হঠাৎ করেই নিম্ন আদালতের কার্যপ্রণালী পরিদর্শন করলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সোমবার সকাল সোয়া ১০টা থেকে প্রায় এক ঘণ্টা ঢাকার মহানগর দায়রা জজ আদালতের এজলাসে বসে তিনি বিচারকাজ পর্যবেক্ষণ করেন।
এসময় ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন মামলার শুনানি গ্রহণ করেন। শুনানি চলাকালে বেলা সোয়া ১১টার দিকে প্রধান বিচারপতি এজলাস থেকে নেমে যান।
সুরেন্দ্র কুমার সিনহা বাংলাদেশের ২১তম প্রধান বিচারপতি। তিনি ১৯৭৪ সালে সিলেট বারে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৭৮ সালে হাইকোর্টে এবং ১৯৯০ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯৯ সালের ২৪ অক্টোবর তিনি হাইকোর্টে বিচারক হিসেবে নিয়োগ পান ২০০৯ সালের ১৬ জুলাই আপিল বিভাগের বিচারপতি হন।
বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে আনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপিল বিভাগের যে বেঞ্চ বাতিল করেছিল, এস কে সিনহা ছিলেন তার অন্যতম সদস্য। এছাড়া ২০১১ সালে বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় দেওয়া বেঞ্চেও সদস্য হিসাবে ছিলেন তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআইআর/ওয়াইএ