
এম. রেজাউল করিম, ঢাকা : রাজধানীর কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে নিরাপত্তা বলয়ের মধ্যে দেশের সফটওয়্যার প্রস্তুত ও রফতানিকারকদের শীর্ষস্থানীয় সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস)’ ২০১৬-১৯ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই ভোট উৎসব চলবে বিকেল ৫টা পর্যন্ত।
শুক্রবার নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের হুমকি-ধামকি ও ভোটারদের নিরাপত্তা নিয়ে আলোচনার কেন্দ্রে থাকায় যে কোনো ধরনের অপ্রতীকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আতিক-ই-রব্বানী নিউজনেক্সটবিডি ডটকমকে বলেন, নির্বাচনকে কেন্দ্র কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ১২ জন এলিট ফোর্সের নিরাপত্তাকর্মী ছাড়াও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তবে তাদের ব্যবহারের কোনো প্রয়োজন হবে না বলে আমি আশাবাদী।
নিরাপত্তা কর্মী ছাড়াও বিডিবিএল ভবনের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে পঞ্চম তলায় বেসিস কার্যালয়ের ভোটকেন্দ্র পর্যন্ত নির্বাচনের নিরাপত্তার জন্য বেসিসের নিজস্ব ক্যামেরার পাশাপাশি প্রায় ২০টি বাড়তি সিসি ক্যামেরা লাগানো হয়েছে।
নিরাপত্তা নিয়ে ‘ডিজিটাল ব্রিগেড’র প্যানেল প্রধান মোস্তাফা জব্বার বলেন, ‘নিরাপত্তা ইস্যু নিয়ে কোনো কিছুই বলার নেই। এতো ভালো আয়োজন হয়েছে যা আসলেই প্রশংসনীয়। এখন পর্যন্ত কোনো অভিযোগও আসেনি।’
‘দ্য চেইঞ্জ মেকার্স’র প্যানেল প্রধান সোনিয়া বশির কবির বলেন, ‘আপনি নিজেই দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই বেসিসে পরিবর্তনের ছোয়া লেগেছে। এলিট ফোর্স-পুলিশ, নিরাপত্তা নিয়ে এই পদক্ষেপকে আমি স্বাগত জানাই। এবারের নির্বাচনের আয়োজন অনেক ভালো হয়েছে।’
নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে এস এস কামাল ও নাজিম ফারহান চৌধুরী দায়িত্ব পালন করছেন। এছাড়াও আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে এ তৌহিদ এবং সদস্য হিসেবে রফিকুল ইসলাম রাউলি ও ফোরকান বিন কাশেম রয়েছেন।
এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৫১৬ জন। এর মধ্যে জেনারেল ক্যাটাগরিতে ৩৬৮ জন ও অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ১৪৮ জন ভোটার রয়েছেন।
মোট ২২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। এর মধ্যে জেনারেল ক্যাটাগরিতে ৮টি পদের ২০ জন এবং অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ১ পদের বিপরীতে ২ জন নির্বাচন করছেন।
নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/জাই