
ঢাকা: আবাসের নিরাপত্তা নিয়ে শঙ্কিত খোদ পুলিশ কর্মকর্তারা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার রাতে জানানো হয়েছে, পুলিশ সদস্যদের আবাসস্থলের নিরাপত্তা জোরদার করার আহবান জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
ডিএমপি সদর দফতরে অনুষ্ঠিত মাসিক ক্রাইম কনফারেন্সে আছাদুজ্জামান বলেন, ‘সম্প্রতি পুলিশ সদস্য এবং তাদের পরিবারের উপর অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা করছে। তাই পুলিশ সদস্যদের আবাসস্থলের নিরাপত্তা জোরদার করতে হবে।’
প্রসঙ্গত, গত ৫ জুন চট্টগ্রামে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।
কনফারেন্সে ডিএমপি কমিশনার বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে ধর্মযাজক, পুরোহিত ও প্রগতিশীল ব্যক্তিদের উপর নানা ধরনের হামলা হচ্ছে।’ এ ধরণের হামলা ঠেকাতে তিনি সব থানাকে টহল জোরদার করতে বলেন।
আছাদুজ্জামান বলেন, ‘আমি ডিএমপিকে সেরা ইউনিট হিসেবে গড়ে তুলতে চাই। আমি প্রমান করে দিতে চাই মামলা তদন্তে, ডিটেকশনে, আইন শৃঙ্খলা রক্ষায় ও জনবান্ধব পুলিশিংয়ে ডিএমপি সেরা। এ জন্য প্রয়োজন আন্তরিকতার সাথে দায়িত্ব পালনসহ জনগণের সাথে সু-সর্ম্পক স্থাপন করা।’ এছাড়া রাজধানীর যানজট রোধে তিনি ট্রাফিক আইন অমান্যকারি পুলিশ সদস্য হলেও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলেন।
কনফারেন্সে ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম সকলের সামনে দেশের জঙ্গি পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন। সেই সঙ্গে তিনি জঙ্গিদের প্রতি সর্তক দৃষ্টি রাখার জন্য সকলকে অনুরোধ জানান।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/জাই