
ডেস্ক: গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে সফরে আসবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। বুধবার নাজমুল ইসলাম পাপন বলেন, ‘আগস্টে নিরাপত্তা দলের রিপোর্টের ভিত্তিতেই ইংল্যান্ডের বাংলাদেশ সফর নির্ভর করছে।’
এদিকে মঙ্গলবার রাতে ব্রিটিশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়-ফরেন এন্ড কমনওয়েলথ অফিসের (এফসিও) জারি করা সতর্ক বার্তায় বাংলাদেশে আবারো বড় ধরনের সন্ত্রাসী হামলা হতে পারে বলে জানিয়েছে। বাংলাদেশে অবস্থানরত বিদেশিরা বিশেষ করে পশ্চিমা দেশের নাগরিকরা এই সন্ত্রাসী হামলার সরাসরি টার্গেট হতে পারেন।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে সিরিজে আসবে কি আসবে না সেটা স্পষ্ট করে কিছু বলেনি।
বুধবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে সিরিজের পরই ভারতের বিপক্ষে সিরিজ রয়েছে ইংল্যান্ডের। এ কারণে আগস্টের মাঝামাঝি সময়ে তাদের একটি নিরাপত্তা দল ভারত সফরে আসবে। তারা নিরাপত্তার সব কিছু খতিয়ে দেখবে। ওই দলটিই আসবে বাংলাদেশে।
তিনি আরো বলেন, ‘এখানে তারা নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখার পরই সিদ্ধান্ত নেবে ইংল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে কি আসবে না।’
এদিকে আগামী অক্টোবরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ইংলিশ ক্রিকেট দলের। এক মাসের এ সফরে অংশ নেয়ার জন্য আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ইংল্যান্ডের ক্রিকেটারদের।’
নিউজনেক্সটবিডি ডটকম/হাজি