
ঢাকা: রাজধানীতে জঙ্গিবাদ দমনে ব্লক রেইডে নিরীহ কাউকে হয়রানী না করতে পুলিশকে আরো সতর্ক হতে বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
শনিবার দুপুরে ডিএমপি সদর দফতরে ডিএমপির ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে ডিএমপির ওয়েবসাইটটি নতুন করে উদ্বোধন করা হয়।
মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ‘জঙ্গি ও সন্ত্রাস দমনে ব্লক রেইড পরিচালনা করা হচ্ছে। ব্লক রেইডে নিরীহ কাউকে হয়রানীর অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যর প্রতি ব্যবস্থা নেয়া হবে।’
তিনি বলেন, ‘ব্যাচেলর বাড়ি ভাড়া দেয়ার ক্ষেত্রে আমাদের কোনো নিষেধাজ্ঞা নেই। তবে সব ভাড়াটিয়াদের পরিচয়পত্র সংগ্রহ করতে হবে বাড়িওয়ালাদের। পাশাপাশি থানা পুলিশের দেয়া তথ্য ফরম পূরণ করে বাড়ির মালিককে এটি থানায় জমা দিতে হবে। পরবর্তীতে পুলিশ এ তথ্য যাচাই-বাছাই করে দেখবে।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/জাই