
ডেস্ক: জুন মাসের ১২ তারিখেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে বৈঠক হবে বলে এখনো আশা করছেন বলে জানিয়েছেন ট্রাম্প।
গত শনিবার হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ১২ জুন সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং উত্তর কোরিয়ার শীর্ষ নেতার মধ্যে যে বৈঠক হওয়ার কথা ছিল তা নির্ধারিত সময়েই যেন হয়, সে ব্যাপারে তিনি পথ খুঁজে বেড়াচ্ছেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘উত্তর কোরিয়ার সঙ্গে শীর্ষ সম্মেলনের শর্তাবলী নিয়ে আমরা ভালোই কাজ করে যাচ্ছি। এটা ভালোভাবেই এগিয়ে চলছে। সুতরাং আমরা ১২ জুন সিঙ্গাপুরের দিকে তাকিয়ে আছি। এটার পরিবর্তন ঘটছে না।সুতরাং কি ঘটবে তা অচিরেই আমরা দেখতে পারবো।’
উল্লেখ্য, পরস্পরের প্রতি বৈরী দুই দেশ উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের মধ্যে ১২ জুন শীর্ষ বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে বহুল প্রতিক্ষীত বৈঠকটি বাতিল বলে ঘোষণা দেন। এজন্য তিনি উত্তর কোরিয়ার শত্রু মনোভাবকে দায়ী করেন।
সূত্র: এনডিটিভি
গ্রন্থনা: ফারহানা করিম